ফিচার: সময়ের স্রোতে পাল্টে যায় শাসক, উঠে আসে নতুন ইস্যু, কিন্তু পাল্টায় না সিঙ্গুর ■ ইমরান হোসেন, ইংরাজী ■ ইতিহাস হয়ে ...
ফিচার:
সময়ের স্রোতে পাল্টে যায় শাসক, উঠে আসে নতুন ইস্যু, কিন্তু পাল্টায় না সিঙ্গুর
■ ইমরান হোসেন, ইংরাজী ■
ইতিহাস হয়ে গেছে সিঙ্গুর। আন্দোলন, টাটার ?কারখানা, তাপসী মালিকের ধর্ষন ও খুন, সুহৃদ দত্ত ও দেবু মালিক আজ সবই ইতিহাস। বাংলার রাজনৈতিক পালা বদল ঘটিয়েছে এই সিঙ্গুর। বামফ্রন্টের সলিলসমাধি স্থল আর মমতা ব্যানার্জির উত্থান, সবই জড়িয়ে আছে আজকের এই ধু ধু প্রান্তরে। টাটা গোষ্ঠীর একসময়ের কারখানা আজ ধ্বংস স্তুপ। ক্ষমতাসীন বামেদের ঔদ্ধত্য আর একগুঁয়েমি তাসের ঘরের মত ভেঙে পড়েছে। একসময় এই সিঙ্গুরই ছিল বামেদের শক্ত ঘাঁটি, সুহৃদ দত্ত, দেবু মালিকরা একনায়কতন্ত্র কায়েম করেছিল ক্ষমতার বলে। তাপসী মালিককে ধর্ষণ করে খুন করে পুড়িয়ে ফেলে তারা। আজ দেবু মালিকরা শ্রীঘরে দিন কাটাচ্ছে। তাদের ক্ষমতা, প্রভাব ও প্রতিপত্তি সবই বুদবুদের মত উবে গেছে।
যে বামফ্রন্ট একসময় রক্ত দেখতে ভয় পেত না, ধর্ষণ করত দ্বিধাহীন ভাবে, জমি থেকে কৃষকদের ভয় দেখিয়ে উচ্ছেদ করত, গণতন্ত্রকে পরিণত করেছিল দলতন্ত্রে, প্রশাসনকে করেছিল দলের হাতিয়ার, আইনকে বানিয়ে ছিল প্রহসন, আজ সেই বুদ্ধ-বিমান-সূর্যকান্তরা অস্তিত্বের সঙ্কটে ভুগছে।
মমতা ব্যানার্জী এই সিঙ্গুরকেই অবলম্বন করে বাংলা দখল করেছে। মানুষ সুহৃদ দত্ত, দেবু মালিকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মমতা ব্যানার্জীর উপর আস্থা রেখেছে। তবে আজ দিদির দামাল ছেলেরা ক্ষমতার বশে উন্মত্ত হয়ে ভুলে গেছে সিঙ্গুরের ইতিহাস। তাদের দলেও তৈরি হচ্ছে সুহৃদ দত্ত আর দেবু মালিকরা। বুদ্ধদেব ভট্টাচার্যের মতই মমতা ব্যানার্জী লাই দিচ্ছে অনুব্রত-আরাবুলদের। বামফ্রন্টের মতই তৃর্ণমূল তৈরি করছে ভাঙড়। আজ তৃর্ণমূলীরাও গণতন্ত্রকে দলতন্ত্রে আর পুলিশ-প্রশাসনকে দলদাসে পরিনত করেছে। তারা ভুলতে বসেছে সিঙ্গুর ও নন্দীগ্রামকে।
একদিন আবারও ক্ষমতার অলিন্দে থাকা অনুব্রত-আরাবুলের অবস্থা হবে সুহৃদ-দেবুর মত। আরাবুল-অনুব্রতরাও আজ খুন, ধর্ষণ, তোলাবাজি, সিন্ডিকেট গিরি করে ঠান্ডা মাথায়। অচিরেই আবার সময়ের স্রোতে সমাধিতে পরিণত হবে তৃর্ণমূল। যেমন অস্তিত্বের সংকটে লাল ঝাণ্ডা, তেমনি অস্তিত্ব মুছে যাবে সবুজেরও। কারণ অত্যাচার ও দলতন্ত্রের ধ্বংস অতি দ্রুত হয়। আর এটাই দুনিয়ার নিয়ম, যার সাক্ষী হয়ে আছে সিঙ্গুর। দিন যাবে, বছর যাবে, আর মাথা উঁচু করে শাসককে ভয় দেখিয়ে যাবে সিঙ্গুর।
(এম.এ., দ্বিতীয় বর্ষ, কোলকাতা বিশ্ববিদ্যালয়)
●★■★●
COMMENTS