নিবন্ধ: নারীকে পণ্য হিসাবে তুলে ধরে বর্বর মিস ওয়াল্ড নির্বাচন প্রতিযোগিতা ■ রাসেদ আহমেদ, বাংলাদেশ ■ "মিস ওয়ার্ড বাং...
নিবন্ধ:
নারীকে পণ্য হিসাবে তুলে ধরে বর্বর মিস ওয়াল্ড নির্বাচন প্রতিযোগিতা
■ রাসেদ আহমেদ, বাংলাদেশ ■
"মিস ওয়ার্ড বাংলাদেশ" প্রতিযোগিদের স্কোরশিটের একটি ছবি দেখলাম । সেখানে অংশগহণকারীদের নাম , উচ্চতা , ওজনের পাশাপাশি 'বুক' , 'পেট' ও 'নিতম্ব' এর মাপের বর্ননা থাকলেও তাদের 'শিক্ষাগত যোগ্যতা' কিংবা 'বুদ্ধিমত্তা' বিষয়ক কোনও বর্ননা নেই ।
শারিরিক বৈশিষ্ট্যের ভিত্তিতে একজন নারীকে 'পন্য' হিসেবে বিচার করার এই পুরুষতান্ত্রিক পদ্ধতির আবিষ্কারকের নাম এরিক মোরলে নামের ব্যবসায়ী । নারীদেহকে পন্য হিসেবে উপস্থাপনের জন্যই ১৯৫১ সালে এই ব্যবসায়ী "মিস ওয়ার্ল্ড" প্রতিযোগিতা শুরু করেছিলেন ।
পন্য যাচাই বাছাইয়ের মানদণ্ড হিসেবে বাহ্যিক শারিরিক সৌন্দর্য্যকেই বিচার্য বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছিলো , যা এখনো বলবত আছে । কার ত্বক কতো সুন্দর ? উচ্চতা অনুযায়ী ওজন কেমন ? উচ্চতা ও ওজন অনুযায়ী পেট কতো সরু , বুক-নিতম্ব কতো চওড়া ? পা কতো দীর্ঘ ? হাসি কেমন ? চাহুনী কেমন ? বাচনভঙ্গী কেমন ? মূলত এসব বিচার করেই "বিশ্ব সুন্দরী" নির্ধারণ করা হয় । সেই সাথে পূর্বশর্ত: বিবাহিত হওয়া যাবে না , সন্তানের মা হওয়া যাবে না ।
বলা বাহুল্য শারিরিক এইসব বিষয় মাপ-জোক ও পর্যবেক্ষণের জন্য অংশগ্রহনকারীদের সকলকে এক পর্যায়ে বিকিনি পরে বিচারক ও নির্বাচিত দর্শকদের সামনে হাজির হতে হয় ।
বাংলাদেশের ২৫ হাজার নারী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলো । তার মানে তারা সবাই এই শারিরিক প্রতিযোগিতায় বিকিনি পরে নিজেদের পন্য হিসেবে উপস্থাপন করতে প্রস্তুত ছিলো !
খবরে দেখলাম সেই প্রতিযোগিতায় বিজয়ীনিকে তার বিবাহের তথ্য গোপন করার কারণে খেতাব কেড়ে নেয়া হচ্ছে ।
এই খবর প্রকাশের পর আমার পরিচিত অনেক বিদূষী নারীও প্রতিবাদে ফেটে পরেছেন ! বিশিষ্ট নারীবাদী প্লাটফরম ওমেনচ্যাপ্টারে এই বিষয়ে পোস্ট লেখা হয়েছে এবং সেগুলো আমার ফেসবুকের হোম পেজে দেখতে পাচ্ছি । আশ্চর্যের বিষয় হচ্ছে- তারা নারীকে পন্য হিসেবে বিচার করার প্রতিযোগিতার বিরোধিতা করছেন না , তারা বিরোধিতা করছেন সেই প্রতিযোগিতায় বিবাহিতকে বাদ দেবার নিয়মের !
মাংসের দোকানে নিজেকে পন্য হিসেবে উপস্থাপন করলে তো মাংস বিক্রির নিয়ম মেনেই সেটা করতে হবে তাই না ? খরিদ্দার তো দাগী পশুর মাংস কেনার জন্য পয়সা দেয় না ।
পুরুষতান্ত্রিক "মিস ওয়ার্ল্ড" প্রতিযোগিতায় অংশ নেয়াকে নারীবাদীরা ঠিক কোন কারণে সমর্থনযোগ্য মনে করেন সেটা আমার ক্ষুদ্র জ্ঞানে আজো বুঝতে পারিনি । এখন এইসব বাঙালী নারীবাদীদের দাবী অনুযায়ী "বিবাহিত" কিংবা "সন্তানের মা" নারীদের ঐ প্রতিযোগিতাতে অংশগ্রহনের অনুমতি দিলে , নারীর পন্য হিসেবে উপস্থাপনের বিষয়টা কি তাদের কাছে সঠিক হয়ে যায় !
"ওমেনচ্যাপ্টার" তাহলে নারীর যোগ্যতা হিসেবে 'শিক্ষা' এবং 'বুদ্ধিমত্তা'র মাপের চেয়ে 'ত্বক' , 'বুক' , 'পেট' ও 'নিতম্ব' এর মাপকে বেশি গুরুত্বপূর্ন মনে করে।