খোলা চোখে : রম্যরচনা শিক্ষক বটে! ■ না জ মূ ল হ ক ■ Bad touch, Good tuch শিখেছো? হ্যাঁ....কী করব...
খোলা চোখে: রম্যরচনা
শিক্ষক বটে!
■ না জ মূ ল হ ক ■
Bad touch, Good tuch শিখেছো? হ্যাঁ....কী করবে ৩-৪ বছরের একরত্তি ফুলের মত পিচ্চি মেয়েটা ওগুলো শিখেও! অবিকল মানুষের মত দেখতে কামাতুর ঐ জন্তুদের তাৎক্ষণিক যৌন পীড়া থেকে কে বাঁচাবে ওকে? জিডি বিড়লা সৌভাগ্য বশতঃ শিরোনামে; কিন্তু দুর্ভাগ্য শত শত হায়না বাড়িতে অলিতে গলিতে গাঁয়ে-গঞ্জে দিব্য মানুষের মত মুখোশ নিয়ে আমার আপনার ভিতর বিরাজ করছে! প্রথমে শুনলাম আলিপুর কোর্টের বার এ্যাসোসিয়েশন কোন উকিল দিতে সম্মত হয়নি ধৃত হায়না অভিষেক রায় ও মফিজুদ্দিনের সমর্থনে। পরে দেখলাম কিছু আইনজীবি স্বপক্ষে ঘুঁটি সাজাচ্ছেন! চরম নিন্দনীয় ও দুঃখ জনক! তবু সেটা বড় কথা নয়। কেননা রেপিষ্টদের ফাঁসি বা যাবজ্জীবনেও এতটুক পরিবর্তন আসেনি এদের বিকৃত মননে! লিঙ্গচ্ছেদ বা মধ্যযুগীয় শাস্তি এদের বিকার দূর করবে বলে আমার মনে হয়না। তবু এদের শাস্তি তো দৃষ্টান্তমূলক চাই। এ তো জটিল পুরাতন ব্যাধি। আসলে ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ! সময় এসেছে আমাদের কিছু শিখবার, জানবার। চারপাশের এই জন্তুজানোয়ার গুলোকে মার্ক আউট করার পারদর্শিতা রাখতে হবে আমাদের। মুখ আর মুখোশের ভন্ডামী কে চেনার জন্যে বিশেষ বৈজ্ঞানিক প্রচার, সতর্কতা মূলক প্রশিক্ষণের প্রকৃত সময় এসেছে বলে আমি মনে করি। এটাকে সামাজিক ব্যাধি ধরে নিয়ে সচেতনতামূলক শিক্ষা দানে সচেষ্ট হতে হবে সরকারি ভাবে। ব্যাপক বিপ্লব ঘটিয়ে যেটা বছরভর বিভিন্ন সময়ে চলতেই থাকবে। না হলে এ আতঙ্কের থেকে নিস্তার দেখিনা! যদিও এমত আমার ব্যক্তিগত।
অপরদিকে,আজকাল একটা কথা শুনি, 'দেখার দৃষ্টি পাল্টাতে হবে'। তুমুল আপত্তি আছে আমার এইখানে। বাবাকে দুমকরে বিকিনি বা শর্ট প্যান্টিতে দেখতে আপনি কতটা অভ্যস্ত হয়েছেন? আধুনিকতার ক্লোন আলোকে পাশ্চাত্তের সঙ্গে পাল্লা দিতে গিয়ে আমাদের মেয়েরা কেবল পোষাকই খুলেছে। হুম্! কিন্তু ১০০ শতাংশ অনুকরণে তারা ব্যর্থ। মুশকিলটা এখানে নেহাত কম নয়। কেননা উত্থিত বক্ষ বিদীর্ণকারী শর্টস পরিহিতা মেয়েটার পাশে আব্রু রক্ষা করে যে মেয়েটা তার মেধা বুদ্ধি সৌন্দর্যের পরীক্ষা দিয়ে চলেছে, তাকে যদি ব্যাকডেটেড বা অনগ্রসর ধরে নিই! তবে অগ্রসর সমাজ কেন এই পাশবিকতার প্রকটতা থেকে মুক্ত নয়? যদিও রুচি শালীনতা স্বাধীন গণতান্ত্রিক দেশে একান্তই ব্যক্তিগত ও নিজস্ব। তবু এই বৈষাম্য একধরনের বর্বর বিকৃত কামুকের জন্ম দিচ্ছে। যাদের এই যৌন বিকৃতি স্থান কাল বয়স কোন কিছুই বাদ সাধছেনা! এটা নিয়ে গভীর অনুধাবনের প্রয়োজন।
তাই বলে ধর্ষণ বা যৌন উৎপীড়নের কারণ হিসাবে আমি এটাকে মুখ্য যুক্তি হিসাবে ভাবছিনা! তবে জিডি বিড়লার শিক্ষক যুগল ভাবাচ্ছেন অনেক কিছুই! আতঙ্কে আছি!
অপরদিকে,আজকাল একটা কথা শুনি, 'দেখার দৃষ্টি পাল্টাতে হবে'। তুমুল আপত্তি আছে আমার এইখানে। বাবাকে দুমকরে বিকিনি বা শর্ট প্যান্টিতে দেখতে আপনি কতটা অভ্যস্ত হয়েছেন? আধুনিকতার ক্লোন আলোকে পাশ্চাত্তের সঙ্গে পাল্লা দিতে গিয়ে আমাদের মেয়েরা কেবল পোষাকই খুলেছে। হুম্! কিন্তু ১০০ শতাংশ অনুকরণে তারা ব্যর্থ। মুশকিলটা এখানে নেহাত কম নয়। কেননা উত্থিত বক্ষ বিদীর্ণকারী শর্টস পরিহিতা মেয়েটার পাশে আব্রু রক্ষা করে যে মেয়েটা তার মেধা বুদ্ধি সৌন্দর্যের পরীক্ষা দিয়ে চলেছে, তাকে যদি ব্যাকডেটেড বা অনগ্রসর ধরে নিই! তবে অগ্রসর সমাজ কেন এই পাশবিকতার প্রকটতা থেকে মুক্ত নয়? যদিও রুচি শালীনতা স্বাধীন গণতান্ত্রিক দেশে একান্তই ব্যক্তিগত ও নিজস্ব। তবু এই বৈষাম্য একধরনের বর্বর বিকৃত কামুকের জন্ম দিচ্ছে। যাদের এই যৌন বিকৃতি স্থান কাল বয়স কোন কিছুই বাদ সাধছেনা! এটা নিয়ে গভীর অনুধাবনের প্রয়োজন।
তাই বলে ধর্ষণ বা যৌন উৎপীড়নের কারণ হিসাবে আমি এটাকে মুখ্য যুক্তি হিসাবে ভাবছিনা! তবে জিডি বিড়লার শিক্ষক যুগল ভাবাচ্ছেন অনেক কিছুই! আতঙ্কে আছি!
COMMENTS