নিবন্ধ: আসামের নাগরিকপঞ্জী ও কিছু প্রশ্ন রাকিবুল ইসলাম আসামের নাগরিকপঞ্জি (NRC) থেকে বাদ যাওয়া মানুষগুলোর ভ...
নিবন্ধ:
আসামের নাগরিকপঞ্জী ও কিছু প্রশ্ন
রাকিবুল ইসলাম
আসামের নাগরিকপঞ্জি (NRC) থেকে বাদ যাওয়া মানুষগুলোর ভবিষ্যৎ কী হতে পারে? সারাদেশ কিভাবে আসামের সমস্যাকে দেখছে? এই বাস্তু চ্যুত মানুষগুলো কি আদেও কোন দিন অধিকার ফিরে পাবে? যদিও বা সারাদেশের চাপে পড়ে ঐ 'অবৈধ' মানুষ গুলোকে বাস্তুচ্যুত করা হল না, তবে তারা কি পূর্ণ নাগরিকদের অধিকার পাবে? এগুলোই এখন লাখ টাকার প্রশ্ন!
সংখ্যাটা চল্লিশ লক্ষ, এর পূর্বে এত বেশী সংখ্যক মানুষকে বিশ্বের কোথাও অবৈধ ঘোষণা করা হয়নি। সুপ্রিমকোর্টের নির্দেশ কাওকে বিতাড়ন করা যাবে না। কিন্তু এত বেশী সংখ্যক মানুষের নাগরিকত্ব কেড়ে নিয়ে শেষ পর্যন্ত কত জনকে নাগরিকত্ব ফিরিয়ে দেবে আসাম সরকার সেটা ভবিষ্যৎ বলবে। তবে যাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্নের মুখে ঠেলে দিল সরকার তাদের ভবিষ্যৎ অনেকটা অনিশ্চিত হয়ে পড়ল একথা বলার অপেক্ষা রাখে না! আমরা ডি-ভোটারদের কথা জানি। দেশের নাগরিক হয়েও তারা 'ডাউট ভোটার'! তারা কি ভোট দেওয়ার অধিকার পেয়েছে? এখানেও এই ৪০ লক্ষ মানুষের জীবনে নেমে এল ঘন অন্ধকার। শুধু 'অবৈধ' নাগরিক হিসাবে দেশের মাটিতে হয়ত থাকার হুকুম পাবে, কিন্তু পাবেনা কোন সরকারী সুবিধা। এ এক ভয়ঙ্কর জীবন! বেঁচে থেকে অনেকটা মরার মত! খোলা আকাশ পেতে গেলেও একটুকরো জমি লাগে, এদের মনে হয় সেটুকুও থাকবে না!
সংখ্যাটা চল্লিশ লক্ষ, এর পূর্বে এত বেশী সংখ্যক মানুষকে বিশ্বের কোথাও অবৈধ ঘোষণা করা হয়নি। সুপ্রিমকোর্টের নির্দেশ কাওকে বিতাড়ন করা যাবে না। কিন্তু এত বেশী সংখ্যক মানুষের নাগরিকত্ব কেড়ে নিয়ে শেষ পর্যন্ত কত জনকে নাগরিকত্ব ফিরিয়ে দেবে আসাম সরকার সেটা ভবিষ্যৎ বলবে। তবে যাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্নের মুখে ঠেলে দিল সরকার তাদের ভবিষ্যৎ অনেকটা অনিশ্চিত হয়ে পড়ল একথা বলার অপেক্ষা রাখে না! আমরা ডি-ভোটারদের কথা জানি। দেশের নাগরিক হয়েও তারা 'ডাউট ভোটার'! তারা কি ভোট দেওয়ার অধিকার পেয়েছে? এখানেও এই ৪০ লক্ষ মানুষের জীবনে নেমে এল ঘন অন্ধকার। শুধু 'অবৈধ' নাগরিক হিসাবে দেশের মাটিতে হয়ত থাকার হুকুম পাবে, কিন্তু পাবেনা কোন সরকারী সুবিধা। এ এক ভয়ঙ্কর জীবন! বেঁচে থেকে অনেকটা মরার মত! খোলা আকাশ পেতে গেলেও একটুকরো জমি লাগে, এদের মনে হয় সেটুকুও থাকবে না!
এখন বিজেপি নামক ফ্যাসিস দলটার বিরুদ্ধে সব রাজনৈতিক দলই কমবেশি কথা বলছে। কিন্তু সব ভোট সর্বস্ব কিনা সেটা বলা শক্ত। বিষয়টা মিডিয়ায় আছে অন্য কোন হট ইস্যু পেলে এটাও কতক্ষণ তাদের টি. আর. পি. যোগাবে সেটাও বলা মুশকিল। আদতে যেটা ঘটল বা বিজেপি সরকার যেটা ঘটাল সেটা ঘটেই গেল না তো? সময়ই এ প্রশ্নের সঠিক জবাব দিতে পারবে।