বিশেষ প্রতিবেদন: শিক্ষা ও সমাজ: এম. এ. জামান: স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া (SIO) এর উত্তর চব্বিশ পরগনা জেলা শাখার ...
বিশেষ প্রতিবেদন:
শিক্ষা ও সমাজ:
এম. এ. জামান:
স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া (SIO) এর উত্তর চব্বিশ পরগনা জেলা শাখার পরিচালনায় অনুষ্ঠিত হল মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বাছাই কৃত ছাত্রদের নিয়ে এস আই ও স্কুল নামে দুই দিনের কর্মশালা হাড়োয়া গোয়ালপোতা আল- মানার আদর্শ শিক্ষা শিবির মিশনে।অনুষ্ঠানের সূচনা হয় গত শুক্রবার (১৯/০৪/২০১৯) সকাল সাড়ে দশটা থেকে দারসে কুরআনের মধ্যে দিয়ে।
অনুষ্ঠানটি পরিচালনা করে কর্মশালা কনভেনর শিক্ষক ইফতিকার হাবিব।
দুইদিনের কর্মশালাতে আদর্শ ছাত্র হিসেবে শিক্ষাঙ্গনে ও ছাত্রজীবনে কী করনীয় ও এখন থেকে নৈতিক শিক্ষা অর্জনের মাধ্যমেই একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার বিভিন্ন বিষয় উপস্থাপন করে অনুষ্ঠানের গুরুত্ব হিসেবে তুলে ধরেন সংগঠনের জেলা সম্পাদক শিক্ষক সেখ আমিন।
নৈতিক শিক্ষা অর্জনের পাশাপাশি পরকালীন জবাব দিহির চেতনা জাগ্রত করা যাতে ব্যক্তি, পারিবারিক, রাষ্ট্র, অর্থনৈতিক জীবনে একজন আদর্শিক মানুষ হিসেবে সমাজকে পূনর্গঠন করার দায়িত্বের বিবরণ তুলে ধরেন জামায়াত ইসলামী হিন্দ এর জেলা সভাপতি মাওলানা রফিকুল ইসলাম।
আদর্শ ছাত্র হিসেবে জীবন পরিচালনা করার জন্য আমাদের সৃষ্টির উদ্দেশ্য ছাত্রদের সামনে উপস্থাপন করেন এবং এখন থেকে কুরআনের বিষয়বস্তু ও তার অর্থ আমাদের মাতৃভাষায় অধ্যায়ন করে জীবন নতুন আঙ্গিকে সাজানোর কথা বলে জামায়াত ইসলামী হিন্দ এর জেলা সম্পাদক শিক্ষক মাওলানা আব্দুল আজিজ।
সারা ভারত জুড়ে এস আই ও এর বর্তমান কাজের ঝলক তুলে ধরেন এবং এধরনের কাজে বর্তমান ছাত্র যুবকদের কেন এগিয়ে আসতে হবে তার গুরুত্ব ও প্রয়োজনীয়তা উপস্থাপন করেন সংগঠনের রাজ্য সভাপতি ওসমান গনি।
সংগঠনের রাজ্য শিক্ষাঙ্গন সম্পাদক ইমরান হোসেন আদর্শ সমাজ গঠনে একজন ছাত্রের ভূমিকা কি থাকে তা তুলে ধরেন।
ছাত্র জীবন কেরিয়ার বিকাশ ও সোস্যাল মিডিয়াতে আমাদের সতর্কতা অবলম্বন সম্পর্কে সুন্দর ভাবে আলোকপাত করেন রাজ্য কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান।
এছাড়া এই কর্মশালায় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন বিভাগের সম্পাদকগন।
পরিশেষে জেলা সভাপতি মহ আশরাফুজ্জামান তিনি তার সমাপ্তি ভাসনে আমাদের ছাত্র জীবনে করনীয় ও আদর্শিক হিসেবে পরিগনিত হওয়ার অনুপ্রেরণা দেয়। অ্যাকাডেমিক পড়াশুনা এর পাশাপাশি নৈতিক মূল্যবোধ শিক্ষা অর্জনের প্রয়োজন কতটুকু সে বিষয়ে তুলে ধরে বর্তমান প্রেক্ষাপটে আমাদের করনীয় কি হওয়া প্রয়োজন তার উপলদ্ধি করার চেষ্টা করেন। আমাদের জীবনের সার্বিক স্তরে নৈতিক মূল্যবোধের মধ্যে জীবন যাপন করে আগামী ভবিষ্যতে আদর্শিক মানুষ হিসেবে পরিগণিত হ্ওয়ার কথা বলেন।
COMMENTS