ফেসবুক পোস্ট: পাড়ায় মগজদস্যু রফিউদ্দিন নিজের মতো নিজের ঘরে বেশ ঘুমিয়ে ছিলাম, অনেক পায়ের শব্দে হঠাৎ চোখ খুলে দেখি… দুপদাপ ঘরে...
ফেসবুক পোস্ট:
পাড়ায় মগজদস্যু
রফিউদ্দিন
নিজের মতো নিজের ঘরে বেশ ঘুমিয়ে ছিলাম,
অনেক পায়ের শব্দে হঠাৎ চোখ খুলে দেখি…
দুপদাপ ঘরে ঢুকেছে অন্ধকার মাখা একদল লোক
টুপি দাড়ি টিকি মালা নানান কিসিম
নানান রঙের মুখ -- লাল নীল হলুদ সবুজ
তারা বেপরোয়া হেঁটে বেড়াচ্ছে ঘরময়…
প্রথমে ফিসফিস করছিলো,পরে জোরে কথা বলছে…
মানে,ওরা তস্কর হয়ে এসেছিলো,এখন লুঠেরা
মানে ওরা আমার ঘরে লুঠ করতে এসেছে…
হ্যাঁ,ওরা লুঠ করতেই এসেছে…
আমি ভয়ে ভয়ে ঘুমের ভান করে দেখতে থাকি
ওদের হাতে আছে ম্যাজিকচাবি
তাই দিয়ে ওরা আমার আলমারি খুলছে,
লকার খুলছে, ড্রয়ার খুলছে, বুকসেল্ফ খুলছে,
তাই দিয়ে গুপ্ত সিন্দুকও খুলছে ---
এটা খুলছে…ওটা খুলছে…সেটা খুলছে…
কিন্তু অবাক ! ওরা অর্থবিত্ত নিচ্ছে না কিছুই !
মাঝে মাঝে নিজেরা দুদল কুস্তি-কলহ করছে,
আমি ঘাপটি মেরে শুয়ে শুয়ে সব দেখছি…
হঠাৎ ক্ষিপ্রবেগে কিসের উপর ঝাঁপিয়ে পড়লো ওরা!
দেখি, কাগজপত্রের ফাইল ঘেঁটে ঘেঁটে
কে একজন বের করে নিয়েছে আমার শিক্ষাবীক্ষা
আশৈশবের সঞ্চয়, কিন্তু অযত্নেই রাখা ছিলো শোকেসে
সেইগুলো নিয়ে ওরা কাড়াকাড়ি করছে,
-- "ওটা আমার ওটা আমার" বলে চেঁচামেচি করছে,
যে যেমন যতোটুকু পারে পুরে নিচ্ছে পকেটে
এবং আমি ওইসব বোকা বোকা কাণ্ডগুলো দেখছি,
আর আমার খুব হাসি পাচ্ছে !
এইভাবে ওরা আমার সাজিয়ে রাখা ভব্যতা নিলো,
এইভাবে আমার সাধের মূল্যবোধের রঙতুলি নিলো,
এইভাবে আমার ইতিহাস ঐতিহ্য পরম্পরা
আমার মানুষতার পোশাকগুলো নিলো,
কি আশ্চর্য! ভাবনায় আমার একটুও ঝড় উঠলো না!
আমার হাসি পাচ্ছে, মজা পাচ্ছে, ভয়ও পাচ্ছে
তার মধ্যেই দেখছি, ওরা আমার নিজস্ব ঘরে
সমস্ত দিকের সমস্ত কিছুই ওলোটপালোট করছে,
আবারও হঠাৎ ওরা লাফিয়ে পড়লো কিছুর উপর
ও কি ! ওদের হাতে সোনার বাক্স !
পরম যত্নে ধর্ম রাখা ছিলো জন্মসূত্রীয় বাক্সটায়
বাক্স নয়,বাক্স খুলে ধর্মটাকে ওরা ছিঁড়েকুটে নিলো,
বাক্সে ভরে দিলো কদর্য আবর্জনা কিছু ,
তারপর মহানন্দে বিবাদ করতে করতে
চলে গেলো --
ওরা গেলো পাশের বাড়ি…পাশের বাড়ি…পাশের বাড়ি…
তখন আমার আর ভয়টয় নেই,মজাটজাও নেই
আধখোলা চোখ আমি পুরো খুলে ফেললাম,
গা ঝেড়ে উঠে বসলাম,উঠে দাঁড়ালাম --
দাঁড়িয়েই চমকে দেখি, একি !
আমার মাথাটা আছে,তাতে মগজটা নেই !
মগজটা কোন ফাঁকে কোন কৌশলে তুলে নিলো !!
টালমাটাল পায়ে আমি বাইরে এলাম --
বাইরে তখন যেন প্রলয় শেষের নিস্তব্ধতা,
নিশুতি রাতের বাতাস কাঁপিয়ে চিৎকার করলাম
-- হুঁশিয়ার ! পাড়ায় ঢুকেছে মগজদস্যুর দল !
জেগে ওঠো,পুরোপুরি চোখ খোলো সবাই !
কি অদ্ভুত,কেউ তাতে সাড়া দিলো না !
হাঁকতে হাঁকতে আমি পাড়াময় ছুটলাম,
কতো বাড়ির দরজায় দরজায় কড়া নাড়লাম,
ঘুমকাতর কতো জানালায় মুখ বাড়িয়ে ডাকলাম,
--- ওঠো…ওঠো…ওঠো…
তবু কেউ জাগলো না,উঠলো না,বাইরে এলোনা
এবং এইবার আমি প্রকৃতই ভয় পেয়ে দেখি --
অনায়াসে সবাই কেমন চুরি হয়ে যাচ্ছে,
লুঠ হয়ে যাচ্ছে !!
![]() |
রফিউদ্দিন, কবি, সম্পাদক, বেতার নাট্যকার, আকাশবাণী কলকাতা নাট্যবিভাগ
|
COMMENTS