নিবন্ধ: স্বাস্থ্য কথা ডাঃ শ্রীদীপ রায় করনা তৃতীয় ঢেউ আসন্ন। দ্বিতীয় ঢেউ একটু হালকা হতেই সচেতনতার রাশ আলগা হতে আরম্ভ করেছে। বারবার একই ...
নিবন্ধ: স্বাস্থ্য কথা
ডাঃ শ্রীদীপ রায়
করনা তৃতীয় ঢেউ আসন্ন। দ্বিতীয় ঢেউ একটু হালকা হতেই সচেতনতার রাশ আলগা হতে আরম্ভ করেছে। বারবার একই ভুল মোটেও ঠিক নয়। সচেতনতা যদি সঠিকভাবে সবাই পালন না করে তবে আরও ভয়ানক পরিস্থিতির মুখে আমাদের পড়তে হবে। কারণ যত দিন যাচ্ছে করোনা স্ট্রেন বদলে আরও ভয়ঙ্কর হচ্ছে। এবার শিশুদের নিয়ে উদ্বেগ সবচেয়ে বেশি। কারণ আপাতত ভ্যাকসিন নেই, তেমন ভাবে হার্ড ইমিউনিটি গড়ে ওঠেনি। তাই চিন্তা আরো বেশি।
সমাধান হাতে ঘর বন্দী থাকা ছাড়া কোন উপায় নেই। এই অবস্থায় প্রতিরোধক হিসাবে হোমিওপ্যাথি ওষুধ শিশুদের দেয়া যেতে পারে। 'স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড বায়ো মেডিকেল রিসার্চ ইন আয়ুশ' এই সংস্থার গবেষণায় দেখা গিয়েছে করোনার ডেল্টা স্টেইনকে প্রতিহত করতে হোমিওপ্যাথি ঔষধ এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যা আইএফএন গামা বা ইন্টারফেরন গামা কে বাড়িয়ে শরীরের সাইটোকাইন স্টর্মকে নিয়ন্ত্রণে রাখতে পারে। ইন্টারফেরন গামা যেকোনো ভাইরাস ঘটিত অসুখ প্রশমিত করার ক্ষেত্রে শরীর থেকে নিঃসৃত হয়। দেহে উপস্থিত যৌগটি রোগ প্রতিরোধে কাজ করে।
ইন্টারলকিন ৬ ও ইন্টারলকিন ১০ হচ্ছে কোষ থেকে নিঃসৃত কেমিক্যাল সাবস্টেন্স। যেগুলি আমাদের শরীরে সাইটোকাইন স্টর্ম তৈরি করে। হোমিওপ্যাথি ওষুধ শরীরে এই কেমিক্যাল গুলির উৎপাদনকেও নিয়ন্ত্রণ করে। দুদিক থেকে সংক্রমণ প্রতিরোধ করতে খুব ভালো কাজ করে। এই গবেষণায় নির্দিষ্ট করে হোমিওপ্যাথি ওষুধের নাম উঠে এসেছে যেগুলি প্রয়োগ করে কভিডের নতুন স্ট্রেনের সংক্রমনের বিরুদ্ধে আগাম প্রতিরোধ শক্তি গড়ে তোলার সম্ভাবনা দেখা গিয়েছে।
হোমিও ওষুধ:
কভিডের তৃতীয় ঢেউকে আগে থেকে প্রতিহত করতে ব্রায়োনিয়া এলবা ওষুধটি কার্যকারী ভূমিকা নেবে। ব্রায়োনিয়া শরীরের ইমিউনিটি বা সহজাত রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও জোরালো করে দিতে পারে। শুধু দেশে নয় বিদেশেও এই ওষুধের প্রয়োগ করে, দারুন কাজ পাওয়া গিয়েছে। এই ওষুধ খাওয়ার পর রোগের তীব্রতা অনেক কম হয়।
ডোজ:
ব্রায়োনিয়া এলবা ৩০ (Bryonia alba 30), এটি দিনে দুবার করে তিনদিন অথবা দিনে একবার করে ছয়দিন খেতে পারেন। এই ওষুধ শুধু শিশু শরীরেই নয় বড়দের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বাড়িয়ে দেবে। তবে ওষুধের পাশাপাশি সকল সুরক্ষা বিধি সমানভাবে মানতে হবে। করোনার তৃতীয় ঢেউ থেকে কবে রক্ষা পাওয়া সম্ভব।
পরিশেষে ব্রায়োনিয়া এলবাম ছাড়াও আর্সেনিক ফসফরাস টিউবারকুলিনাম প্রভৃতি হোমিওপ্যাথি ওষুধ রয়েছে যেগুলি করনা প্রতিরোধক। তবে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ওষুধ খাওয়া উচিত নয়।
ডাঃ শ্রীদীপ রায়
BHMS (Cal), PGDG & PC (RBU), DYNS (Hons), H & FWT, Fellow in Hons (W.F)
COMMENTS