পশ্চিমবঙ্গের শিক্ষকদের আন্দোলন ও সরকারের উদাসীনতা

  নিবন্ধ: শিক্ষক আন্দোলন পশ্চিমবঙ্গের শিক্ষকদের আন্দোলন ও সরকারের উদাসীনতা রাকিবুল ইসলাম সাম্প্রতিক বিকাশ ভবনের সামনে পাঁচজন শিক্ষিকা বিষ খ...

 নিবন্ধ: শিক্ষক আন্দোলন



পশ্চিমবঙ্গের শিক্ষকদের আন্দোলন ও সরকারের উদাসীনতা

রাকিবুল ইসলাম

সাম্প্রতিক বিকাশ ভবনের সামনে পাঁচজন শিক্ষিকা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। বিভিন্ন গণমাধ্যমের সূত্রে যে সমস্ত ভিডিও গুলো প্রকাশ পেয়েছে সেখানে দেখা যাচ্ছে পুলিশের সামনেই পাঁচজন শিক্ষিকা তাদের সঙ্গে নিয়ে আসা বিষের পাত্র থেকে বিষপান করছেন। এই বিষয় নিয়ে জনসাধারণের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। কেউ কেউ বলছেন শিক্ষক হিসেবে তাদের এহেন আচরণ ঠিক হয়নি। ঠিক ভুলের প্রশ্নে না গিয়ে একটা বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। পশ্চিমবঙ্গে বেশ কয়েক বছর ধরে চলছে বিভিন্ন ধরনের শিক্ষক আন্দোলন। একটা সময় দেখা গেছে স্থায়ী শিক্ষকরা আন্দোলন করেছেন বেতন বৃদ্ধির জন্য। পার্শ্ব শিক্ষক-শিক্ষিকা, এসএসকে, এমএসকে এবং সমগ্র শিক্ষা অভিযানের সঙ্গে যুক্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীরা বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে পথে নেমেছে। মমতা ব্যানার্জির সরকারের পূর্বের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিভিন্ন সময় নিযুক্ত হওয়া চুক্তিভিত্তিক এ সমস্ত শিক্ষকদের দাবি-দাওয়ার ব্যাপারে কোন প্রকার আলোচনার উৎসাহ দেখায়নি। মমতা ব্যানার্জির নতুন সরকারের শিক্ষা মন্ত্রী দায়িত্ব পাওয়া ব্রাত্য বসুর কাছে পার্শ্বশিক্ষক, এমএসকে, এসএসকে শিক্ষক এবং সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত সমস্ত শিক্ষক- অশিক্ষক কর্মচারীরা আশায় বুক বেধে ছিল যে কিছু না হোক শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শিক্ষকদের সঙ্গে একটা আলোচনার পরিবেশ তৈরি করবেন। নতুন সরকার গঠন হওয়ার পর বিভিন্ন সময় নিযুক্ত হয় চুক্তিভিত্তিক এবং অস্থায়ী শিক্ষক সংগঠনগুলোর পক্ষ থেকে বিভিন্নভাবে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। উল্টে যে সমস্ত শিক্ষক-শিক্ষিকারা শিক্ষক আন্দোলন যুক্ত ছিলেন তাদের উপরে নেমে আসে সরকারি শাস্তির খাঁড়া। তাদের বদলির চিঠি পাঠানো হয়। হয়তো সরকারের এই প্রতিহিংসামূলক নীতির বিরুদ্ধে তারা তাদের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি সেজন্য এমনভাবে প্রতিবাদে নেমে পড়লেন যেখানে জীবনটাই সংশয় হয়ে পড়ে গেল!


এই শিক্ষক-শিক্ষিকাদের কাজটা কী হতে পারে বলে মনে হয় চলুন দেখে নিই। এই শিক্ষক-শিক্ষিকাদের কাজ অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের মতই। প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে সর্ব শিক্ষা অভিযানের আওতায় নিযুক্ত হয় পার্শ্বশিক্ষকরা। তারা অন্যান্য শিক্ষকদের সঙ্গে সমাজের দায়িত্ব পালন করে পাশাপাশি স্থানীয় হওয়ার সুবাদে বিভিন্ন সময় বিভিন্ন কাজে বিদ্যালয়কে সাহায্য করতে হয়। তাছাড়া বিশেষভাবে পার্শ্বশিক্ষকদের অতিরিক্ত যে কাজটি করতে হয় তা হল বিভিন্ন সময়ে স্কুল ছুট বাচ্চাদের স্কুলে ফিরিয়ে আনার জন্য সপ্তাহে এক বা দুদিন বাড়ি বাড়ি গিয়ে সাক্ষাৎ করে স্কুলের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হয়। 

এমএসকে অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এখানকার শিক্ষকদের কাজ মাধ্যমিক স্কুলের শিক্ষকদের মত। তেমনি এসএসকে অর্থাৎ শিশু শিক্ষা কেন্দ্র। এই শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের মত।


এই শিক্ষক-শিক্ষিকাদের ভাতা কেমন চলুন দেখি। পার্শ্বশিক্ষক, এসএসকে শিক্ষক-শিক্ষিকাদের বর্তমানে ১০০০০

 টাকা। এরমধ্যে পিএফ হিসেবে চলে যায় প্রায় ১২০০। এমএসকে এবং আপার প্রাইমারি পার্শ্বশিক্ষকদের বেতন মাসে ১৩০০। একই অফিসে বসে যখন একই কাজের জন্য একজন শিক্ষক মাহিনা তোলেন 30000 আর অন্যজন মাত্র ৮৮০০। এটা কোন ধরনের বৈষম্য।


দীর্ঘ দিন পার্শ্ব শিক্ষকরা উপযুক্ত বেতন কাঠামোর দাবি নিয়ে বারংবার আন্দোলন করেছে। সরকার তাদের দাবি‌দাওয়া গুলো শুনবার জন্য নূন্যতম আগ্রহ দেখায়নি। গণতান্ত্রিক দেশে বিভিন্ন দাবিতে মানুষ আন্দোলন করতে পারে। তেমনি সরকারেরও অধিকার আছে দাবিদাওয়া না মেনে নেওয়া। তবে আলোচনায় না বসা এবং বিরোধীদের চক্রান্ত বলে বিষয়টাকে ব্যাখ্যা করার প্রবণতা দুর্ভাগ্যজনক।

ভারতীয় সংবিধানের আর্টিকেল নং 39(d) এবং ৪১ তে সম কাজের জন্য সম বেতনের কথা বলা থাকলেও সরকার এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহনে পুরোপুরি ব্যর্থ।

প্রসঙ্গত: বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিরোধী নেত্রী, সেসময়ে পার্শ্ব শিক্ষকদের ধর্নামঞ্চে উপস্থিত হয়ে বলেন তিনি রাজ্যের ক্ষমতায় এলে ধাপে ধাপে পার্শ্ব শিক্ষকদের স্থায়ী করবেন। আজ তিনি বেমালুম ভুলে গেছেন!

অনেকসময় স্থায়ী করণের প্রশ্নে অনেকে তুলে ধরেন এস‌এসসি আর টেট-এর কথা। তাদের একথা ভাবতে হবে এ রাজ্যে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে শিক্ষক নিয়োগ হয়েছে সেসব ক্ষেত্রে কখনো সেই সমস্ত শিক্ষকদের যোগ্যতা নিয়ে কোন রকম প্রশ্ন তোলা হয়নি। একটা সময় স্কুল পরিচালন কমিটি শিক্ষক নিয়োগ করে ছিল। প্রাথমিক বিদ্যালয়ে শুধু মাত্র এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে শিক্ষক নিয়োগ হয়েছে। তাদের স্থায়ী শিক্ষক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু যত সমস্যা এই পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে!

সেই ২০০৪ সালে নিয়োগ হ‌ওয়া পার্শ্ব শিক্ষকদের অনেকে দারিদ্রতার সাথে লড়াই করতে করতে অবসরের বয়সে পৌঁছে গেছেন। কেউ কেউ হতাশায় অকালে ঝরে পড়ে গেছেন। কেউ দারিদ্রতা চাপ সহ্য করতে না পেরে বেছে নিয়েছেন স্বেচ্ছা মৃত্যুর মত ভয়ঙ্কর পথ। আর যারা টিকে আছেন তারা অতিরিক্ত সময় বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থেকে সংসারের স্বচ্ছলতা ফেরানোর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।

শিক্ষার মত এক মহান পেশায় সঙ্গে যুক্ত থেকে একজন মানুষকে যখন সমাজ আর সহকর্মীদের থেকে বারবার জুটতে থাকে অবজ্ঞা, তখন সত্যিই একজন শিক্ষক নিজেকে কতটা শিক্ষক হিসেবে ভাবতে পারেন এটা অনুভব করা কঠিন।


শিক্ষকদের এই আন্দোলন যদি সরকারকে আলোচনার পথ তৈরী না করে দেয়, তবে বলতে হবে সরকার‌ এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একেবারে উদাসীন। এই উদাসীনতা আগামীতে সরকারকে চরম মূল্য চুকাতে না হয়!


COMMENTS

Enter your email address:

Delivered by FeedBurner

প্রত্যয় পত্রিকা

''প্রত্যয়ের সঙ্গে থাকুন, প্রত্যয়ের সঙ্গে বাঁচুন''

নাম

. বিনোদন,3,অনিরুদ্ধ ডাঙ্গুরিয়া,1,অনুগল্প,11,অনুসন্ধানী,1,অন্য পত্রিকা,2,অভিষেক,1,অরিজিৎ রায়,1,অর্থনীতি,1,আইপিএল-২০২২,1,আজাহার‌উদ্দিন,2,আন্তর্জাতিক,78,আফগানিস্তান,1,আফতাব হোসেন,2,আবহাওয়া,3,আবু,1,আবু জুনাইদ,7,আবু হানিফা,2,আবৃত্তি,1,আব্দুর রাউফ,1,আব্দুল আজীজ,4,আম্ফান ঝড়,1,আয়ূব আলি,2,আরজেডি,1,আরব,1,আল হাদীস,1,আসামে,2,ইউপিএস,1,ইংল্যান্ড,1,ইতিহাস ঐতিহ্য,2,ইদ্রিস আলী,1,ইমরান,2,ইসমাইল,2,ইসমাইল জমাদার,4,ইসলাম,9,ইসলামোফোবিয়া,1,ইস্রায়েল,1,ঈদ,4,ঈদ মিলন,1,ঈদের কবিতা,2,ঈদের চাঁদ,1,উত্তর ২৪ পরগনা,2,উপ-সস্পাদকীয়,36,উপস্পাদকীয়,6,এ এস এম আব্দুল্লাহ,4,এই রাজ্য,24,এই জেলা,13,এই দেশ,33,এই রাজ্য,11,একরামূল হক শেখ,1,এনডিএ,1,এমডিএইচ,1,কবিতা,76,করোনিল,1,কর্ণাটক,1,কলকাতা,4,কলোনির,1,কারেন্ট অ্যাফেয়ার্স,3,কাশ্মীর,1,কুয়েত,1,কুসংস্কার,1,কৃষি আইন,2,কৃষি বিল,2,কৃষিবিল,2,কেরল,1,কোটা আন্দোলন,2,কোলকাতা,2,খবর নিয়ে খবর,5,খেলা,7,খেলাধুলা,7,খেলাধূলা,1,খোলা চোখে,1,গল্প,17,গান,1,গুজরাট,2,গ্যালারি,2,ঘুরে এলাম,1,চলচ্চিত্র উৎসব,1,চিকিৎসা বিজ্ঞান,2,ছোটোগল্প,5,জয়শ্রী রায় মৈত্র,1,জসীমউদ্দীন আক্তার,1,জানা-অজানা,1,জানে আলম,1,জিম নাওয়াজ,1,জীবন জীবিকা,1,জীবন সংগ্রাম,1,জেডিইউ,1,জেলার কথা,2,জেলার খবর,2,জ্ঞান-বিজ্ঞান,2,ঝাড়খণ্ড,1,ডা. শ্রীদীপ রায়,2,তরিকুল ইসলাম,2,তাজ‌উদ্দিন আহমেদ,1,তাবলীগ জামায়াত,1,তৌফিক আব্বাস,1,দাঙ্গা,2,দিলীপ মজুমদার,1,দিলীপ রায়,1,দিল্লি,1,দিল্লী,1,দেশীয়,55,দৈনিক পত্রিকা,1,ধর্ম এবং জীবন,60,ধর্ম ও জীবন,14,ধর্ম ও সমাজ,42,নজরুল জন্মজয়ন্তী,1,নলেন গুড়,1,নাজমূল হক,10,নিট,1,নিবন্ধ,67,নিয়াজ,8,নির্বাচন ২০১৯,2,নির্বাচন-২০২১,1,নূরুল ইসলাম,1,পরিচয় প্রকাশনী,1,পরিযায়ী শ্রমিক,2,পাকিস্তান,3,পারিবার,1,পার্শ্ব-শিক্ষক,2,পুলিৎজার পুরস্কার,2,পুস্তক সমালোচনা,4,পেশার দিশা,1,প্রকাশিত সংখ‍্যা,3,প্রত‍্যয় সাহিত্য,140,ফটো,13,ফিচার,4,ফিলিস্তিন,1,ফেসবুক,8,ব‌ই,1,ব‌ই মেলা-২০২৪,1,বরেণ্য সাহিত‍্যিক,1,বর্ধমান,1,বলিউড,1,বসিরহাট,1,বাংলাদেশ,10,বাজেট,1,বাদুড়িয়া,1,বাবরী মামলা,2,বাবুল সেন,1,বিচিত্র সংবাদ,2,বিদ্যুৎ,1,বিধানসভা,1,বিনোদন,13,বিবিধ,10,বিশেষ প্রতিবেদন,82,বিশ্ব সংবাদ,1,বিহার,1,বিহার নির্বাচন,1,ভাইরাল ভিডিও,1,ভারতবর্ষ,1,ভাষা দিবস,1,ভিডিও,13,ভ্রমণ,2,মণিপুর,1,মতামত,2,মধ‍্যপ্রদেশে,2,মধ্যপ্রদেশের,1,মধ্যপ্রাচ্য,1,মবলিঞ্চিং,2,মহিলা বিশ্ব,1,মাধ‍্যমিক:২০১৯,1,মারিয়া আমিনা,1,মালদা,1,মাহদী হাসান,2,মি. বিন,1,মীযান,2,মুখোমুখি,3,মুম্বাই,1,মুর্শিদাবাদ,3,মুহাম্মদ (সঃ),1,মৃত্যু সংবাদ,1,মোক্তার হোসেন মন্ডল,4,রকমারি,1,রণজিৎ কুমার মুখোপাধ্যায়,2,রফি উদ্দিন,3,রম্যরচনা,1,রাকিবুল,21,রাজনীতি,9,রাজনৈতিক,34,রাজস্থান,2,রাজ‍্য,2,রাম নবমীর,1,রামদেব,1,রামিজ আক্তার,3,রাশেদ আহমেদ,1,রাষ্ট্রপতি,1,রেবাউল মন্ডল,1,রোজা,4,রোযার কবিতা,1,লোকসভা-২০১৯,7,শাহনাওয়াজ আলী,1,শি,1,শিক্ষা,92,শিক্ষা ও জীবিকা,91,শিক্ষা ও সংস্কৃতি,29,শোক সংবাদ,3,সকালে এক ঝলকে,1,সঙ্গীত,1,সঞ্জয় কুমার,1,সমাজ জীবন,2,সম্পাদকীয়,31,সম্প্রীতি,2,সাইয়াজ হোসেন,2,সাক্ষাৎকার,1,সাধারণ জ্ঞান,1,সাম্প্রতিক,2,সাহিত্য পুরষ্কার,1,সাহিত্য সংবাদ,1,সিদ্ধার্থ সিংহ,1,সুইডেন,1,সুপ্রিমকোর্ট,2,সেলিম মন্ডল,3,স্থানীয় সংবাদ,7,স্বরূপ নগর,1,স্বামী অগ্নিবেশ,1,স্বাস্থ্য কথা,9,স্মৃতির পাতা,2,হাওড়া,1,হাদীউজ্জামান,1,হামাস,1,হায়দ্রাবাদ,1,হাসনাবাদ,1,হিজাব,1,হুগলি,3,accident,1,AIITA,4,AIMPLB,1,Air India,1,All Center,1,Amaphan,3,AMU,1,Assembly Election,1,Bangladesh,2,biopic,1,Birbhum,1,bjp,2,Breaking News,3,CA-2020,1,CAA,1,COVID 19,14,CPIM,1,Crime,1,Cyclone,1,Delhi,3,Doctors,1,editorial,7,Egypt,1,Eid,2,Election,2,election 2024,1,FIFA World Cup,2,Flood,1,Froude,1,galary,1,Germany,1,Gujarat,1,Gyanvapi,1,Haryana,1,Hijab,2,Hinduja,1,Hiroshima,1,HS,3,Iftar,1,Ifter,1,Indonesia,1,Interview,1,IRF,1,Islamic,5,ITI,1,ITS,8,ITS-2019,6,j& k,3,JIH,60,JNU,2,Karnataka,2,Kerala,1,Kill,2,Kolkata,9,Lecture,1,Madrasa,2,Madyamik,1,Media,1,MediaOne,1,Minority,1,Nagaland,1,Nagasaki,1,NEET,3,NET,1,News Brief,399,News Brief VC data BMlu,1,NewsClick,1,NIA,1,Nobel Prize,6,Nobel-2020,1,North 24 Pgs,4,NPR,1,NRC,1,Olympic Tokyo 2020,2,Olympics,1,PDF,3,PM,1,Pratyay TV,41,Press,1,Prince,1,Protest,1,Quiz,1,Rajesthan,1,Republic,1,Result,2,Riot,2,Scam,1,Short Film,2,Sikkim,2,SIO,20,Slide,337,Slider,30,Smart Metre,1,Student Movement,1,Supreme Court,1,Swami Agnibesh,2,TabligJamat,1,Telengana,1,Terror,1,TMC,1,Top News,3,Tripura,1,UAPA,1,UCC,2,UP,8,US,1,vedio,2,vedios,1,videos,3,Viral Video,1,waqf Bill,6,War,1,WPI,3,
ltr
item
Pratyay Patrika: পশ্চিমবঙ্গের শিক্ষকদের আন্দোলন ও সরকারের উদাসীনতা
পশ্চিমবঙ্গের শিক্ষকদের আন্দোলন ও সরকারের উদাসীনতা
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEbVB4joIG7c1Sx8_SfpyZp2Ea_SNOzik1WvxaUk7ZpI9x5BGmjm3H-s58IDMZgOhVx67xZUnsu-1c-TMAonLjhSEIdyhQHwtauZBoYeuco978-c2ls1o1ppTO1LlSY0Kk5eA92KbxAsba/w640-h400/IMG_20210826_230548.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEbVB4joIG7c1Sx8_SfpyZp2Ea_SNOzik1WvxaUk7ZpI9x5BGmjm3H-s58IDMZgOhVx67xZUnsu-1c-TMAonLjhSEIdyhQHwtauZBoYeuco978-c2ls1o1ppTO1LlSY0Kk5eA92KbxAsba/s72-w640-c-h400/IMG_20210826_230548.jpg
Pratyay Patrika
https://www.pratyaypatrika.com/2021/08/blog-post_28.html
https://www.pratyaypatrika.com/
https://www.pratyaypatrika.com/
https://www.pratyaypatrika.com/2021/08/blog-post_28.html
true
8530633505951252643
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy