News Brief: চৌধুরী আতিকুর রহমান বিশেষ প্রতিবেদন: চৌধুরী আতিকুর রহমানের জন্ম বর্ধমান জেলার আসানসোল শহরে (অধুনা পশ্চিম বর্ধমান) ২২ মার্চ ১৯...
News Brief:
![]() |
চৌধুরী আতিকুর রহমান |
বিশেষ প্রতিবেদন:
চৌধুরী আতিকুর রহমানের জন্ম বর্ধমান জেলার আসানসোল শহরে (অধুনা পশ্চিম বর্ধমান) ২২ মার্চ ১৯৫৭ সাল জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস পূর্ব বর্ধমানের ভাতার থানার পানোয়া গ্রাম। কিন্তু পিতা চৌধুরী আব্দুল হাসিব আইন ব্যবসা সংক্রান্ত কাজে আসানসোলে থাকতেন। ছোট থেকেই বই পড়ার নেশা ছিল। সাহিত্য চর্চা শুরু দশম শ্রেণীতে পড়ার সময়। স্কুল ম্যাগাজিনে প্রকাশিত তাঁর 'মশক পুরাণ' বেশ প্রশংসিত হয়।
সাহিত্য চর্চার পাশাপাশি খেলাধুলায় তিনি বিশেষ পারদর্শী ছিলেন। এসবের পাশাপাশি বাড়িতে ধর্মীয় শিক্ষার একটা পরিবেশ ছিল। সেই সূত্র ধরেই তিনি ইসলাম সম্পর্কে শৈশবেই অনেক কিছু আয়ত্ত করেন। পিতার মৃত্যুর পর তিনি মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হলেও পড়াশোনা ও সাহিত্য চর্চা চালিয়ে যেতে থাকেন তার জ্যেষ্ঠ ভ্রাতাদের তত্ত্বাবধানে। সাথে বিজ্ঞানের প্রতি উৎসাহ থেকে এই বিষয়ে পড়াশোনা চালিয়ে যেতে থাকেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রী অর্জন করার পর গোলাম আহমদ মুর্তাজা সাহেবের ইংলিশ মিডিয়াম স্কুলে কথার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন।
১৯৮৫ সালে দক্ষিণ ২৪ পরগনা জেলার মেটিয়াবুরুজ হাইস্কুলে শিক্ষকতা সূত্রে বর্ধমান ছেড়ে পাকাপাকিভাবে কলকাতা পার্শ্ববর্তী মেটিয়াবুরুজে থাকতে শুরু করেন। মেটিয়াবুরুজে চলে আসার পরে তার জ্যেষ্ঠ ভ্রাতা কলকাতা হাইকোর্টের বিচারপতি ও তাবলীগ জামাতের বিশেষ দায়িত্ব প্রাপ্ত চৌধুরী আব্দুর রহিম সাহেবের পরামর্শক্রমে পত্রপত্রিকায় লেখালেখি প্রতি মনোনিবেশ করেন। তারপর থেকেই একে একে লেখা প্রকাশিত হতে থাকে কলম,নতুন গতি, নতার আদালত, বাংলা রেনেসাঁ সহ একাধিক পত্রপত্রিকায়। তিনি বিজ্ঞান বিভাগের ছাত্র হলেও একজন ইতিহাস অনুসন্ধিৎসু গবেষক বিশেষ করে ইসলামী ইতিহাস, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি, সমসাময়িক বিশ্বের পরিস্থিতি,আঞ্চলিক ইতিহাস ঐতিহ্য নিয়ে লেখালিখি তার কলমে বারবার ফুটে উঠেছে।
উল্লেখযোগ্য গ্রন্থ গুলি হল- মুসলিম বৈজ্ঞানিকদের ইতিহাস (তালিম প্রকাশনী,২০০৮), প্রাচ্য থেকে পাশ্চাত্য (লেখা প্রকাশনী, ২০১২)
দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন। কিন্তু তার মনন ছিল অসম্ভব শক্তিশালী। কঠিন ব্যাধির মধ্যেও একের পর এক লিখে গেছেন বিভিন্ন পত্রপত্রিকায়।
সৌজন্যে: দৈনিক পূবের কলম
COMMENTS