News Brief: শিক্ষা ও জীবিকা প্রত্যয় অনলাইন ডেস্ক: রবিবার বহরমপুর শহরে অনুষ্ঠিত হল সর্বভারতীয় শিক্ষক সংগঠন অল ইন্ডিয়া আইডিয়াল টিচার্স এসোস...
News Brief: শিক্ষা ও জীবিকা
প্রত্যয় অনলাইন ডেস্ক:
রবিবার বহরমপুর শহরে অনুষ্ঠিত হল সর্বভারতীয় শিক্ষক সংগঠন অল ইন্ডিয়া আইডিয়াল টিচার্স এসোসিয়েশন 'আইটা'-র পলিসি প্রোগ্রাম মিট। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ, বীরভূম ও নদীয়া জেলার কয়েক'শ শিক্ষক।
আইটার রাজ্য সহ-সভাপতি জানে আলম তাঁর প্রারম্ভিক কথায় বলেন, ২০২১-২৪ সালের কার্যকালের জন্য গৃহীত পলিসির নিরিখে নানান কর্মসূচি নেওয়া হয়েছে। কিন্তু দীর্ঘদিন লকডাউনের কারণে পলিসি প্রোগ্রাম মিট-এর ব্যবস্থা করা সম্ভব হয়ে ওঠেনি। বর্তমানে লকডাউন কিছুটা শিথিল হওয়ায় ২৮ সেপ্টেম্বর এই প্রোগ্রাম মালদা ও দুই দিনাজপুর দিয়ে শুরু হয়। আজ তার দ্বিতীয় দিন। এই ভাবে রাজ্য জুড়ে জেলায় জেলায় সংগঠনের পলিসি-প্রোগ্রাম মীট করা হবে বলেও তিনি জানান।
আইটা দেশের একমাত্র শিক্ষক সংগঠন যার একটি নির্দিষ্ট সংবিধান ও একটি ঘোষিত নীতিমালা ও কর্মসূচির মাধ্যমে সংগঠনের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়। ২০২১-২৪ সালের এক নতুন চতুর্বার্ষিকী নীতিমালা ও কর্মসূচি নিয়ে আইটা এগিয়ে যাছে বলে জানান সংগঠনের রাজ্য সভাপতি মহবুল হক।
শিক্ষা প্রতিষ্ঠানে উন্নততর শিক্ষা ও নৈতিক দিক নির্দেশনার পাশাপাশি শিক্ষকদের নৈতিক আদর্শিক পেশাগত দক্ষতার বিকাশ ঘটিয়ে ইসলামিক আদর্শের প্রসার ঘটানোর লক্ষ্যে আইটা কাজ করে চলেছে বলেও জানান তিনি।
এদিন পলিসি-প্রোগ্রাম বিশ্লেষণ ছাড়াও শিক্ষকদের দায়িত্ব-কর্তব্য ও পড়ুয়াদের সার্বিক উন্নয়নে গুরত্বপূর্ণ আলোচনা করেন উপস্থিত শিক্ষকরা। শিক্ষা ও মানবতার উৎকর্ষ সাধন বিষয়ে জ্ঞানগর্ভ বক্তব্য দেন জঙ্গিপুর মুনিরিয়া হাই মাদ্রাসার সহকারী শিক্ষক সাদিদুল আলম। পরিবর্তনশীল পরিস্থিতিতে শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জ্ঞানগর্ভ বক্তব্য দেন রাজ্য প্রতিনিধি মমতাজ আহমেদ ইসলাম।
আইটার পলিসি ও প্রোগ্রাম ব্যাখ্যা-বিশ্লেষণ করেন উসমান আলী, আসগর আলী, সেলিম রেজা, নূরআলী, মহব্বত শেখ প্রমুখ শিক্ষকগন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের রাজ্য সভাপতি মহবুল হক। তিনি বলেন, শিক্ষকদের মাধ্যমেই জাতির ভবিষ্যৎ নির্ধারিত হয়। তাই আমরা জাতিকে যে পথে পরিচালিত করতে চাই তার ভিত্তিতে আমাদের দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। যেন আমাদের প্রত্যাশিত জাতি গঠনে ভূমিকা রাখতে সক্ষম হই।
এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি মহবুল হক, সহ সভাপতি জানে আলম, ফিনান্স সেক্রেটারি সেলিম রেজা, জেলা সম্পাদক মফিজুর রহমান, নদীয়া জেলার সভাপতি আইয়ুব আলী, বীরভূম জেলার সভাপতি আসগর আলী, জামাআতে ইসলামি হিন্দ মালদা জেলার সভাপতি মহঃ মোতালেব প্রমুখ।
COMMENTS