News Brief: এই জেলা JIH: North 24 Parganas রাষ্ট্রের উন্নতির মূলে সকল জাতিগোষ্ঠীর মধ্যে সহাবস্থান: ডা. মশিহুর রহমান প্রত্যয় নিউজ ডেস্ক...
News Brief: এই জেলা
JIH: North 24 Parganas
রাষ্ট্রের উন্নতির মূলে সকল জাতিগোষ্ঠীর মধ্যে সহাবস্থান: ডা. মশিহুর রহমান
প্রত্যয় নিউজ ডেস্ক, দেগঙ্গা, ৯ই ডিসেম্বর:
১০ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস, আর এই দিবসকে সামনে রেখে উত্তর ২৪ পরগনা জেলা জামাআতে ইসলামী হিন্দ দেগঙ্গা বাজারে পুষ্পা ভবণ অনুষ্ঠানগৃহে একটি বুদ্ধিজীবী সমাবেশের আয়োজন করে। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দের রাজ্য সভাপতি ডা. মশিহুর রহমান।
জেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ধর্ম-বর্ণ এবং পেশার শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা একত্রিত হন। বিশ্বময় মানবাধিকার লংঘনের ঘটনা ঘটে চলেছে অহরহ এই পরিস্থিতিতে শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা একত্রিত হওয়া প্রয়োজন, তবে অবশ্যই এটা প্রতিরোধ করা সম্ভব। পশ্চিমা দেশগুলোর মদতে মধ্যপ্রাচ্যে ইসরাইল হত্যালীলা চালাচ্ছে তারও প্রতিবাদ করেন বক্তারা। দেশে বিশেষত শাসকদলের মদতে বিভিন্ন স্থানে মানবাধিকারের ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে তারও বিরুদ্ধে তিব্র প্রতিবাদ শোনা যায় বক্তাদের বক্তব্যে। দেশে পরিবেশ অস্থির করে একদল লোক রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করেন বক্তারা। উত্তর ২৪ পরগনা জেলা জামাআতে ইসলামী হিন্দের জেলা সভাপতি মাওলানা রফিকুল ইসলামের পবিত্র কোরআনের আলোচনার মধ্যদিয়ে আজকের বৈকালিক বুদ্ধিজীবী অনুষ্ঠানের সূচনা হয়। তিনি নবী (সঃ)-এর বিদায় হজ্জের ভাষণের আলোকে মানবাধিকার সুরক্ষার কথা তুলে ধরেন। বিশিষ্ট মানবাধিকার কর্মী বিশ্বনাথ মন্ডল মহাশয় বলেন দেশের মধ্যে মানুষে মানুষে বিভেদ তৈরি করে মানবাধিকার লংঘন করে রাজনৈতিক ফায়দা তুলছে একটা রাজনৈতিক দল। প্রধান অতিথি জামাআতে ইসলামী হিন্দের রাজ্য সভাপতি ডা. মশিহুর রহমান বলেন, একটা রাষ্ট্রের উন্নতি করতে হলে সকল জাতিগোষ্ঠীর মধ্যে সহাবস্থান জরুরী। তিনি আরও বলেন, মিডিয়া জনগণকে বিভ্রান্ত করার কাজ করছে। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকর্মী সুশান্ত সরোদার, জামাআতে ইসলামী হিন্দের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট রফিকুল ইসলাম, উত্তর ২৪ পরগনা জেলার সহসভাপতি মাওলানা আব্দুল আজীজ মোল্যাসহ প্রমুখ ব্যক্তিবর্গ।
COMMENTS