News Brief: IIT Result আইটিআই-তে তাক লাগানো ফল দীন মজুর ঘরের পরভিনের দারিদ্রতা থাকার পরও পারভীন সুলতানার পেরেছে আইটিআই-এর মত পরীক্ষায় ...
News Brief:
IIT Result
আইটিআই-তে তাক লাগানো ফল দীন মজুর ঘরের পরভিনের
দারিদ্রতা থাকার পরও পারভীন সুলতানার পেরেছে আইটিআই-এর মত পরীক্ষায় প্রথম হতে। সামান্য একজন দীন মজুরের মেয়ে হয়ে তাক লাগিয়ে দিল পারভীন সুলতানা। পারভীন হয়ে উঠতে পারে পিছিয়ে পড়া পরিবারের রোল মডেল। পারভিনকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে। তাই প্রয়োজন তার পাশে থাকা।
বিশেষ প্রতিবেদন:
কয়েকদিন হল প্রকাশিত হয়েছে আইটিআই পরীক্ষার ফল। দেশের মধ্যে আইটিআই পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন ক্যানিংয়ের তালদির বাসিন্দা পরভিন সুলতানা। তিনি কোন গৃহশিক্ষকের সাহায্য না নিয়েই ‘মেকানিক ডিজ়েল ট্রেড’-এ ৬০০ নম্বরের মধ্যে সর্বভারতীয় স্তরের পরীক্ষায় ৫৯৯ নম্বর পেয়েছেন। সম্প্রতি দিল্লি থেকে প্রশংসাপত্র পেয়েছে পরভিন।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দিয়েছেন। কলকাতার মদিনাতুল হুজ্জাজে পারভীনকে প্রশংসাপত্র ও আর্থিক সহায়তা প্রদানের মধ্য দিয়ে সংবর্ধিত করেন সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ডঃ পি. বি সেলিম (IAS), পশ্চিমবঙ্গ হজ্ব কমিটির চেয়ারম্যান তথা জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের ম্যানেজিং ডিরেক্টর শাকিল আহমেদ (IAS), জেনারেল ম্যানেজার তানিয়া পারভীন (WBCS Exe.) প্রমুখ। ভবিষ্যতে পারভীনের লক্ষ্যে পৌঁছাতে পাশে থাকবে রাজ্য সরকার। ভবিষ্যতে যেকোনো রকমের সহায়তা প্রদান করতে আশ্বাস দেন ডঃ পি. বি. সেলিম সাহেব।
এত ভাল ফল করেও পারভীনের আশঙ্কা পরবর্তী ধাপ গুলো এগোনোর জন্য যে অর্থের প্রয়োজন তা কতটা করতে পারবেন পারভীনের বাবা! তার বাবা তাজিউর রহমান সর্দার তালদি মাছের আড়তে দিনমজুরির কাজ করেন। মা রিজিয়া বিবি সংসার সামলান। আর্থিক সমস্যায় দিন কাটে। পরভিনের ইচ্ছে, আরও পড়াশোনা করবে। কিন্তু পরিবারের স্বল্প আয় তার পড়াশোনার বাধা হতে পারে। নিজে কোনও কাজ করে পড়াশোনার খরচ সামলানোর চেষ্টা করছেন সে। সে জানায়, অনলাইনে পড়াশোনা করে এবং কলেজের শিক্ষকদের সাহায্যেই তার এই ফল হয়েছে। উচ্চশিক্ষার জন্য আরও ভাল কিছু করতে ইচ্ছুক। কিন্তু তার বাবার রোজগার খুবই সামান্য। এই পরিস্থিতিতে একটা চাকরী পেলে, সে নিজের পড়াশোনার খরচ নিজেই চালাতে পারবে।
COMMENTS