News Brief: বর্ধমান Communal Harmony সম্প্রীতির ইফতার মজলিস অনুষ্ঠিত হল বর্ধমানের বরশুলে বিশিষ্ট সমাজসেবী তাহেরুদ্দিন সাহেব বলেন, ...
News Brief: বর্ধমান
Communal Harmony
সম্প্রীতির ইফতার মজলিস অনুষ্ঠিত হল বর্ধমানের বরশুলে
বিশিষ্ট সমাজসেবী তাহেরুদ্দিন সাহেব বলেন, "আপনাদের বেদ, পুরান, ত্রিপিটক যা আছে আমাদের দিন। আমাদের কুরআন হাদীস যা আছে আপনারা নিন। আসুন পরস্পরকে জানি। আমরা মানুষ রক্তের সম্পর্কেই ভাই ভাই। এই ভ্রাতৃত্ব সমৃদ্ধ হোক একে অপরকে জানার মাধ্যমে।"
প্রত্যয় অনলাইন ডেস্ক, ২৩শে মার্চ:
বর্ধমানের বড়শুলে অনুষ্ঠিত হলো সম্প্রতি ইফতার মজলিস। স্থানীয় অমুসলিম বাসিন্দাদের নিয়ে এই মহতী ইফতার মজলিস আয়োজন করা হয়। সর্বভারতীয় ইসলামী সংগঠন জামাআ'তে ইসলামী হিন্দের বড়শুল শাখার উদ্যোগে এই ইফতার মজলিস আয়োজন করা হয় মূলত হিন্দু ও মুসলিম এই দুই সম্প্রদায়ের মধ্যে ক্রমবর্ধমান দূরত্ব ও ভেদাভেদ দূরীকরণ ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্য সামনে রেখেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছোট এবং সংক্ষিপ্ত পর্যায়ের হলেও এই অনুষ্ঠানে আগত অতিথিদের মন জয় করতে সক্ষম হয়েছে।
ইফতার পর্ব সম্পন্ন হওয়ার পর মাগরিবের নামাজ দেখার সুযোগ করে দেয়া হয় আমন্ত্রিত অতিথিদের সামনে। নামাজের পর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামাআতের জেলা সভাপতি শেখ তাহেরউদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন আমরা হিন্দু মুসলিম যাই হই না কেন আমরা রক্তের সম্পর্কে প্রত্যেকেই ভাই ভাই। আজকের দুঃখের সঙ্গে বলতে হয় যে না আমরা মুসলিমরা আপনাদেরকে আমাদের সম্পর্কে জানার সুযোগ দিয়েছি। আর না আপনারা হিন্দুরা আমাদেরকে আপনাদের সম্পর্কে জানার সুযোগ দিয়েছেন। এর ফলেই সমাজে বিচ্ছিন্নতা সৃষ্টি করার সুযোগ পেয়েছে বিভেদকামী আমি শক্তি। আসুন আমরা একে অপরকে জানি। আপনাদের কাছে যা আছে, বেদ পুরাণ ত্রিপিটক জেন্দাবেস্তা আমাদেরকে দিন আমরা পড়ি। আমাদের কোরআন, হাদিস, নবী (সঃ) জীবনী আপনারা নিন আপনারা পড়ুন। বিভিন্ন গল্পের মাধ্যমে তিনি বোঝানোর চেষ্টা করেন যে না জেনে যে কোন সিদ্ধান্ত অনেক মারাত্মক বিপদ ডেকে আনে। তাই আমাদের পরস্পরকে জানা অত্যন্ত জরুরী। সকল আমন্ত্রিত ও অমুসলিম বন্ধুরা এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করেছেন। এ ধরনের অনুষ্ঠান আরো বেশি বেশি হওয়া দরকার বলে তারা মত প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদেরকে হাতে ইসলাম বিষয়ক বই-পুস্তক তুলে দেওয়া হয়।
COMMENTS